Durga Puja:রাজ্যের জেলায় জেলায় দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতির শোভাযাত্রা।

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) : বৃহস্পতিবার কলকাতার মত বিভিন্ন জেলায় বার হয় দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতির শোভাযাত্রা।

পূর্ব বর্ধমানে পালিত হল বর্ণাঢ্য পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শহরের বড় নীলপুর থেকে টাউন হল পর্যন্ত হয় শোভাযাত্রা।

পুরুলিয়ায় ঐতিহ্যবাহী ছৌ শিল্পী, নাটুয়া শিল্পী এবং ঢাকিদের বাজনার তালে তালে নাচ প্রদর্শনীর মধ্য দিয়ে দুর্গাপুজোর আন্তর্জাতিক স্তরের স্বীকৃতিকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে বর্ণাঢ্য পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল। পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ময়দান থেকে পদযাত্রা করে ডাকবাংলো মোড় পর্যন্ত এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন হয়।

জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুর্গাপুজোর শোভাযাত্রা হল বাঁকুড়া জেলাতেও। বাঁকুড়ার হিন্দু হাইস্কুল ময়দান থেকে বিভিন্ন লোক সংস্কৃতি শিল্পীদের নিয়ে এই শোভাযাত্রা বের হয়। শেষ হয় বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলায়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে ঢাক সহ অন্যান্য বাদ্যযন্ত্র নিয়ে শিল্পী ও বিভিন্ন ধরনের লোকনৃত্য শিল্পীরা অংশ নেন।

এদিন দুপুরে মুর্শিদাবাদে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরয়। শঙ্খধ্বনি থেকে ঢাক বাজিয়ে ওই শোভাযাত্রায় জেলার বিভিন্ন পুজো উদ্যোক্তারা অংশ নেন। তেমনই স্কুলের ছাত্রীরাও অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *