কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীদের জন্য হাউজিং সন্তুষ্টির অনুপাত বৃদ্ধি সরকারের অগ্রাধিকার : অমিত শাহ

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ)-র কর্মীদের জন্য হাউজিং সন্তুষ্টির অনুপাত বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। বৃহস্পতিবার ‘সিএপিএফ ই-আবাস’ ওয়েব পোর্টালের সূচনা অনুষ্ঠানে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানে ‘সিএপিএফ ই-আবাস’ ওয়েব পোর্টালের সূচনা করার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আধাসামরিক বাহিনীর কর্মীদের মধ্যে হাউজিং সন্তুষ্টি অনুপাত বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অঙ্গীকারের প্রতি এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন আরও বলেছেন, “কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মীদের জন্য হাউজিং সন্তুষ্টির অনুপাত বৃদ্ধি করা সরকারের একটি অগ্রাধিকার ক্ষেত্র, এই লক্ষ্যে অনলাইন বরাদ্দের জন্য ‘সিএপিএফ ই-আবাস’ নামে একটি সাধারণ ওয়েব পোর্টাল চালু করা হচ্ছে।”