প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা

জলপাইগুড়ি, ১ সেপ্টেম্বর (হি. স.) : বুধবার রাত থেকে প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়ল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়ে। ধসের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায়। লাগাতার বৃষ্টির ফলে শিলিগুড়ি ও শিলিগুড়ি সংলগ্ন এলাকায় জল জমে গিয়েছে।

এদিকে রমতি নদীর তীব্র জলস্রোতে ভাসল ৩১ নম্বর জাতীয় সড়ক। এ বছর বর্ষার শুরু থেকে এই নিয়ে তৃতীয়বার জলমগ্ন হল রাস্তা। বৃহস্পতিবার ভোরে ঘিস নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পাহাড়ি নদী রমতির তীব্র জলস্রোত ওদলাবাড়িতে জাতীয় সড়কের প্রায় ২০০ মিটার অংশের ওপর দিয়ে বয়ে যেতে শুরু করে। সাতসকালে নদীর রুদ্ররূপ দেখে থমকে যায় যান চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *