কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) : নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা স্কুটির, মৃত্যু চালক-সহ ২ যুবকের। তৃতীয় জন জখম। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে হরিদেবপুর থানার অন্তর্গত কবরডাঙার কাছে। স্কুটিতে থাকা তিন যুবক মদ্যপ ছিলেন কিনা খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, হরিদেবপুর থানারই মল্লিকপুর থেকে স্কুটিতে করে কবরডাঙার দিকে যাচ্ছিলেন তিন জন। দু-চাকার যানটি গভীর রাতে সম্ভবত দুরন্ত গতিতে ছুটছিল। হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে স্কুটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। তিন জনকে তড়িঘড়ি এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই স্কুটিচালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দ্বিতীয় যুবককে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু তার আগে যা ঘটার ঘটে গিয়েছে। তাঁকেও মৃত বলে ঘোষণা করেন এসএসকেএমের চিকিৎসকরা। তৃতীয় যুবক অর্থাৎ যিনি স্কুটির একদম পিছনে বসেছিলেন তাঁর হাত ভেঙেছে। রাতেই প্রয়োজনীয় চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় তাঁকে।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তিন যুবকই বাঁশদ্রোণীর রেনিয়ার বাসিন্দা। এলাকায় আচমকা এমন ঘটনায় শোক ও ভয়ের আবহ।