কোচি, ১ সেপ্টেম্বর (হি.স.): দেশের প্রতিটি নাগরিককে মৌলিক অধিকার প্রদান করাই কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিকেলে কেরলের কোচিতে আয়োজিত একটি জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের প্রতিটি নাগরিককে মৌলিক সুবিধা প্রদান করার পাশাপাশি আধুনিক পরিকাঠামো তৈরি করাই কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার।
প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতার অমৃতকালে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার সঙ্কল্প নিয়ে কাজ করতে হবে এবং এক্ষেত্রে কেরলের পরিশ্রমী মানুষের একটি বড় ভূমিকা রয়েছে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের মন্ত্র অনুসরণ করে, বিজেপি সরকার বড় বড় সিদ্ধান্তগুলিকে সিদ্ধিতে রূপান্তরিত করছে। প্রধানমন্ত্রীর কথায়, দরিদ্রদের নিজস্ব ঘর দেওয়ার জন্য কাজ করছে আমাদের সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে কেরলে ২ লক্ষ বাড়ি অনুমোদিত হয়েছে এবং ১.৩০ লক্ষেরও বেশি সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, কেন্দ্রীয় সরকার প্রতিটি জেলায় অন্তত একটি মেডিকেল কলেজ খোলার জন্য কাজ করছে। আধুনিক পরিকাঠামো বিকাশের জন্য কেন্দ্রের বিজেপি সরকার কেরলে একাধিক প্রকল্পে প্রায় ১ লক্ষ কোটি টাকা ব্যয় করছে। মোদীর কথায়, দেশের যেখানেই বিজেপি শাসন করছে, সেই রাজ্যগুলিতে উন্নয়ন দ্রুত গতিতে চলছে। কেন্দ্র ও রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের কারণেই এমনটা হয়েছে।

