সিডনি, ১ সেপ্টেম্বর (হি.স.) : টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। সবার আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অজিদের এই দলে জায়গা করে নিয়েছেন সিঙ্গাপুরে টি-টোয়েন্টি ম্যাচ খেলা টিম ডেভিড। এছাড়াও গতবার অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা সব প্লেয়ারই রয়েছেন এবারের স্কোয়াডে।
বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য নিজেদের টি-টোয়েন্টি স্কোয়াড নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) । অস্ট্রেলিয়া দলে চমক টিম ডেভিড। তিনি সিঙ্গাপুরের ক্রিকেটার। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম খেলার সুযোগ পেলেন তিনি। দু’বছর আগে শেষ বার আন্তর্জাতিক মঞ্চে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। হংকংয়ের বিরুদ্ধে খেলেছিলেন সেই ম্যাচ। সিঙ্গাপুরের হয়ে ১১টি ম্যাচে ৪২৯ রান করেছিলেন ডেভিড। তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। ন’টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহ ১৮৭ রান। গড় ৩১.১৭। স্ট্রাইক রেট ২১০.১১।
টিম ডেভিডকে নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের বাবা রড ডেভিড অস্ট্রেলিয়ান নাগরিক। তিনি ছিলেন প্রকৌশলী, সেইসঙ্গে ক্রিকেটও খেলতেন। পেশাগত কারণেই প্রায় ত্রিশ বছর আগে তিনি সিঙ্গাপুরে পাড়ি জমান। সিঙ্গাপুর জাতীয় দলেও সুযোগ পেয়ে যান। ১৯৯৭ আইসিসি ট্রফিতে মালেয়েশিয়ার বিপক্ষে ১৯ রানে ৩ উইকেট নিয়ে দলকে জয় উপহার দেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন আগর, প্যাট কামিন্স, টিম ডেভিড, জস হ্যাজেলউড, জস ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।