বিজেপি সমর্থকদের উপর তালিবানি কায়দায় হামলা হয়েছে : সাংসদ রেবতী

আগরতলা, ৩১ আগস্ট : খুমুলুঙে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভা বানচাল করার সর্বোত চেষ্টা করা হয়েছে৷ বিভিন্ন জায়গায় হামলা আক্রমণ সংগঠিত করা হয়েছে৷ বিজেপির মোট ৫৫ জন কর্মী সমর্থক আহত হয়েছেন৷ ওইদিনের হামলার ঘটনার জন্য তিপ্রা মথাকে দায়ী করেছে বিজেপি৷ শুধু তাই নয় তিপ্রা মথার কর্মী সমর্থকরা দলে প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বলে দাবি বিজেপির৷

বুধবার বিজেপির রাজ্য কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলনে সাংসদ তথা দলের সহ সভাপতি রেবতী ত্রিপুরা বলেন, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার সভা বানচাল করতে রাজ্যের বিভিন্ন জায়গায় যে অপ্রিতিকর ঘটনা সংঘটিত হয়েছে তার তীব্র নিন্দা জানায় বিজেপি৷ এই ঘটনার জন্য তিপ্রা মাথাকে দায়ী করেন সাংসদ৷

তিনি বলেন, জেপি নাড্ডার জনসভার আগের দিন প্রদ্যোৎ কিশোর দেববর্মণ স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যমে বার্তা রেখেছিলেন৷ কিন্তু পরের দিন সারা রাজ্যে যে সমস্ত আক্রমণ ও সন্ত্রাসের ঘটনা সংগঠিত করেছে, তাতে স্পষ্ট হয়ে গেছে বর্তমান পরিস্থিতি প্রদ্যোৎ কিশোর দেববর্মণের হাতের বাইরে চলে গেছে৷

তাঁর দাবি, কিছু সি পি আই এম কর্মী সমর্থক তিপ্রা মথায় যোগদান করার পর এটা লাল মথা হয়ে গেছে৷ এই ঘটনার পর এখন পর্যন্ত প্রদ্যোৎ কিশোর দেববর্মণের কোন বার্তা নেই, ফলে বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেছে৷ কিন্তু ভারতীয় জনতা পার্টি শান্তি বজায় রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়৷ কারণ হিংসার দ্বারা থানসা এবং উন্নয়ন সম্ভব নয়৷

তিনি এদিন আরো বলেন, এ দিনের অতর্কিত হামলা করেছে তালিবানি কায়দায়৷ সারা রাজ্যে মোট ৫৫ জন আহত হয়৷ এর মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক৷ সকলকে দলীয়ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে৷ এখন যারা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছে তাদেরও আবার বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে৷

বুধবার তিনি নিজে এবং মন্ত্রী রামপদ জমাতিয়া আহতদের বাড়ি ঘরে গিয়ে খোঁজখবর নেন৷ তাদের বলা হয়েছে পুনরায় যদি এই ধরনের ঘটনার সংগঠিত করা হয় বা হুমকি দেওয়া হয় তাহলে পাল্টা সংঘর্ষ বা হিংসাত্মক ঘটনা সংঘটিত না করে পুলিশকে জানানোর জন্য৷

তিনি জানান, পুলিশের সাথে সার্বিক বিষয় নিয়ে কথা বলা হয়েছে৷ পুলিশ সবগুলোই ঘটনায় তদন্ত শুরু করেছে৷ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তরা এখন পালিয়ে আছে৷ তাদের বাড়ি গিয়ে পুলিশ খুঁজে পাচ্ছে না৷ কিন্তু এ ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানান সাংসদ৷

আরো বলেন, সেদিন রাস্তায় জ্যাম থাকায় এবং প্রখর রোদের কারণে জনসভায় টার্গেট অনুযায়ী সমাগম হয়নি৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এমডিসি বিমল কান্তি চাকমা, জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক ডেভিড দেববর্মা প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *