Sambit Patra:আবগারি নীতি বাস্তবায়নে অনিয়ম থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে আপ : সম্বিত পাত্র

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে অভিযানের পর থেকে গুজরাটে আম আদমি পার্টির ভোট ভাগ চার শতাংশ বেড়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এই মন্তব্যের তীব্র নিন্দা করলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। কটাক্ষের সুরে সম্বিত পাত্র বলেছেন, যদি এমনটা হয় তাহলে কেজরিওয়ালের উচিত সিসোদিয়াকে জেলে পাঠানো, কারণ এর ফলে আপ-এর ভোট আরও বাড়বে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেছেন, মানুষ সব বোঝে। বিজেপি নেতা সম্বিত অভিযোগ করেছেন, জাতীয় রাজধানীতে আবগারি নীতি বাস্তবায়নে অনিয়ম থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে আপ। সম্বিত পাত্র বলেন, কেজরিওয়ালের উচিত এই বিষয়ে বিজেপির উত্থাপিত প্রশ্নের উত্তর দেওয়া। বিভিন্ন মামলায় সত্যেন্দ জৈন এবং জিতেন্দর তোমার-সহ আপ নেতাদের বিরুদ্ধে কেজরিওয়ালের পদক্ষেপের দাবি জানিয়েছেন সম্বিত পাত্র।