বরপাখারি ফুটবলে ‌কো’‌ফাইনালে তুলামুড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট।। কোয়ার্টার ফাইনালে উঠলো তুলামুড়া এফ সি। ২-‌০ গোলে পরাজিত করল ওকালাবন এফ সি দলকে।বিলোনিয়ার বরপাথারিতে আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টে। প্রি-কোয়ার্টার ফাইনাল তৃতীয় ম্যাচে আজ বুধবার তুলামুড়া এফ সি দলের ফুটবলাররা শুরু থেকে প্রাধান্য নিয়ে খেলে জয় তুলে নেয়। প্রথমার্ধ গোলশঊণ্য থাকার পর বিজয়ী দল দুটি গোলই করে দ্বিতীয়ার্ধে। বিজয়ী দলের পক্ষে দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে স্যামসন মলশুম এবং ৩৩ মিনিটে জয় মলশুম গোল করেন। তবে এদিন দুদলই ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি টিঙ্কু দে।