মুম্বই, ৩১ আগস্ট ( হি.স.) : গত ৩০ দিনে মহারাষ্ট্রে ১০ হাজার ১২৫ জন ম্যালেরিয়া রোগী পাওয়া গেছে। এ সময় দুই রোগীর মৃত্যু হয়। এর মধ্যে মুম্বইয়ের ৭৩৬ জন ম্যালেরিয়া রোগী রয়েছে। একই সময়ে গত বছরের আগস্টে ১০ হাজার ৪২ জন রোগী পাওয়া যায় এবং মারা যায় পাঁচজন। এছাড়াও, রাজ্যে এখনও পর্যন্ত সোয়াইন ফ্লুতে ৯৮ জনের মৃত্যু হয়েছে। চিকুনগুনিয়ার ৫৬৩ আক্রান্ত হওয়ার রিপোর্ট করা হয়েছে। ২১ আগস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৫৬৩ জন।
রাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষে ডঃ মহেন্দ্র জগতাপের মতে, ডাক্তারি পরীক্ষার জন্য মশার প্রজনন স্থান পরীক্ষা করা, নির্মাণ এলাকা, জলাশয় এবং ঘনবসতিপূর্ণ এলাকায় ওষুধ ছিটানো প্রয়োজন। মহামারী রোগে আক্রান্ত এলাকায় বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

