কলম্বো, ৩১ আগস্ট ( হি.স.) : আজ বুধবার এশিয়া কাপে ভারতের প্রতিপক্ষ হংকং। বিরাট কোহলি পূর্ণ ছন্দে ফেরার এর চেয়ে বড় সুযোগ পাবেন বলে আর মনে হয় না। ভারতীয় ওপেনার কেএল রাহুলও। বুধবারের ম্যাচ দু’জনের কাছেই রানে ফেরার সহজ উপায় হতে পারে।
প্রাক্ ম্যাচ সাংবাদিক সম্মেলনে রবীন্দ্র জাদেজা বলেন, হংকংকে যতই প্রতিপক্ষ হিসেবে জলবৎ তরলং দেখাক, তাঁরা অত সহজ ভাবে নিচ্ছেন না। “আসলে টি-২০ এমনই একটা ফর্ম্যাট, যেখানে নিজেদের দিনে যে কোনও টিম, যা খুশি করে দিতে পারে।’’ সেই সঙ্গে শুক্রবার পাকিস্তানকে জিততে হবে হংকংয়ের বিরুদ্ধে। রবিবার তা হলে আরও একটি ভারত-পাক দ্বৈরথ দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তার আগে রোহিত শর্মা, কে এল রাহুল ও বিরাট কোহলির ছন্দে ফেরা খুবই জরুরি। হংকংয়ের বিরুদ্ধেই তাঁদের রানে ফেরার সবচেয়ে বড় সুযোগ।

