নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি. স.) : বুধবার অর্থাৎ ৩১ অগাস্ট থেকে অভ্যন্তরীণ বিমান ভাড়ার আর উর্ধ্বসীমা থাকল না। প্রশ্ন উঠেছে, এ বার কি অন্তর্দেশীয় বিমান ভাড়া আদৌ কমবে, না ঘুরপথে বাড়ানো হবে?
চলতি মাসের গোড়ার দিকেই কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, প্রায় ২৭ মাস আগে ঘরোয়া উড়ানের ভাড়ার উপর চাপানো উর্ধ্বসীমা সরিয়ে নেওয়া হবে। আবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করে জানায় যে, উড়ানে ভ্রমণের চাহিদা ক্রমবর্ধমান চাহিদার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রের খবর বলছে, যাত্রীদের জন্য কোনটা উপযুক্ত সেটা পর্যালোচনা করেই উড়ান সংস্থা ভাড়া ধার্য করতে পারবে। ফলে আরও পর্যটকদের আকর্ষণ করতে বিমান সংস্থাগুলি উড়ানের টিকিটের উপর বিভিন্ন রকম দুর্দান্ত ছাড়ও দিতে পারে। তবে আগে এই ছাড় দিতে পারছিল না বিমান সংস্থাগুলি। কারণ সরকারই অন্তর্দেশীয় উড়ানের ভাড়ার উর্ধ্ব এবং নিম্নসীমা বেঁধে দিয়েছিল।