ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট।। আবারও রেটিং দাবা আসর করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য দাবা সংস্থা। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ওই আসর করার পরিকল্পনা রয়েছে। রেটিং আসরের শেষেই হবে রাজ্য দাবা সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এমনই পরিকল্পনা নিচ্ছেন রাজ্য দাবা সংস্থার কর্তারা। এদিকে মঙ্গলবার শেষ হলো ৪৮ তম রাজ্য রেটিং দাবা প্রতিযোগিতা। ওই আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে অভিজ্ঞান ঘোষ। এবারের রাজ্য সিনিয়র আসরেও দাপট দেখালেন মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ুরা। প্রথম ১০ জনে স্থান করে নিয়েছেন সূর্যময় ভট্টাচার্য (সপ্তম) এবং আরাধ্যা দাস (অষ্টম)। আসরেও ওই আসরে বয়সভিত্তিক বিভাগের বিজয়ীদের নামও ঘোষনা করে রাজ্য দাবা সংস্থা। বিজয়ীদের নাম: অনূর্ধ্ব-৭ বালক বিভাগে আদ্রুষ কর্মকার, পিতাম্বর দেবনাথ, রোহিল সাহা, বালিকা বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির শ্রেয়ভী কর, অদ্রিজা সাহা, অনূর্ধ্ব-৯ বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির প্রাঞ্জল দেবনাথ, মেট্রিক্স চেস আকাদেমির রোদ্র মজুমদার, রুদ্রনীল দেবনাথ, বালিকা বিভাগে অঙ্কিতা সরকার, মেট্রিক্স চেস আকাদেমির শায়নিকা বনিক, অনূর্ধ্ব-১১ বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির শাক্য সিংহ মোদক, দত্ত মেগনাস, মেট্রিক্স চেস আকাদেমির আযুষ সাহা, বালিকা বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির আকৃতি দেবনাথ, সমাদ্রিতা সরকার, একান্তিকা সরকার, অনূর্ধ্ব-১৩ বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির সোমরাজ সাহা, মেট্রিক্স চেস আকাদেমির তপোজিৎ মজুমদার, মেট্রিক্স চেস আকাদেমির অনুরাগ ভট্টাচার্য, বালিকা বিভাগে সমৃদ্ধি ঘোষ, মেট্রিক্স চেস আকাদেমির শ্রেয়শী সাহা, মেট্রিক্স চেস আকাদেমির মঞ্জিষ্ঠা দেবনাথ, অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে অগ্রজিৎ পাল, অত্রায়া রায় বর্মন, আগ্নিক রায় বর্মন, অনূর্ধ্ব-৫০ বিভাগে অভিজিৎ চৌধুরি, দত্ত উমাশঙ্কর, রতন কুমার দে প্রথম তিনটি স্থান দখল করেন। সেরা মহিলা দাবাড়ুর সম্মান পেয়েছেন শিখা দাশগুপ্ত।
2022-08-31