বোলপুর, ৩১ আগস্ট (হি.স.): গরুপাচার মামলায় আবারও বোলপুরে হানা দিল সিবিআই। এবার গরুপাচার মামলায় ধৃত বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনের বাড়িতে গেলেন সিবিআই আধিকারিকরা। এলাকায় অনুব্রতের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত বিশ্বজ্যোতি।
স্থানীয় সূত্রের খবর, অনুব্রতর বিভিন্ন কাজের দেখাশোনার দায়িত্বে ছিলেন এই কাউন্সিলর। তাঁকে অনুব্রতের বাড়িতেও প্রায় যে কোনও সময় দেখা যেত। এবারেই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিশ্বজ্যোতি। অন্যদিকে, কাউন্সিলরের বাড়ির পাশাপাশি সুদীপ রায় নামে আর এক অনুব্রত-ঘনিষ্ঠ ব্যক্তির বাড়িতেও গিয়েছে সিবিআই। যদিও তাঁর পরিচয় এখনও সঠিক ভাবে পাওয়া যায়নি। সূত্রের খবর, তিনি বোলপুর পুরসভার কর্মী।