কল্যাণপুরে বাংলাদেশী নাগরিক আটক

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৩১ আগস্ট৷৷ কল্যাণপুরে অবাধ বিচরণ বাংলাদেশি নাগরিকের৷ মাছের পোনা বিক্রি করতে গিয়ে মানুষের জালে আটক বাংলাদেশী নাগরিক৷ বুধবার সকালে কল্যাণপুর মোটর স্ট্যান্ডে কয়েকজন আমজনতা বাংলাদেশী নাগরিক শাহীদ মিয়া (৩৬) পিতার নাম আর্ষদ উল্লা৷ বাড়ি বাংলাদেশের সিলেট জেলার মৌলভী বাজারে৷ আমজনতা সকালে তাকে ধরে কল্যাণপুর থানার পুলিশের হাতে তুলে দেয়৷ যথারীতি পুলিশও তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার বাড়ি বাংলাদেশে সে এক সপ্তাহ আগে আগরতলা দিয়ে লুকিয়ে বাংলাদেশ থেকে কাজের তাগিদে ত্রিপুরায় প্রবেশ করে৷ তার সাথে আরো দুইজন বাংলাদেশী নাগরিক ছিল তারা অন্যত্র পালিয়ে যায় বলে জানা যায়৷ তাকে কাজ দেবো বলে বাংলাদেশ থেকে ত্রিপুরায় আনা হয়৷ প্রশ্ণ উঠছে আগরতলায় ইন্টারন্যাশনাল বর্ডার এলাকায় এত শক্তপুক্ত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে একজন বাংলাদেশী নাগরিক ত্রিপুরায় চলে এলো সেই প্রশ্ণ কিন্তু রয়েই গেল৷ পুলিশ থেকে জানা যায় সে এক সপ্তাহ আগে ত্রিপুরায় আসে এবং কল্যাণপুর থানা এলাকার মোহরছড়াতে থাকতো৷ অবশেষে ধরা পড়ল সে৷ যথারীতি কল্যাণপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *