প্রতীক্ষা শেষ, ৯.৮ কিলোমিটার বানিহাল-কাটরা রেল যোগাযোগের কাজ সম্পন্ন

শ্রীনগর, ৩০ আগস্ট (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান। জম্মু ও কাশ্মীরের ১১১ কিলোমিটার নির্মীয়মান বানিহাল-কাটরা রেলপথের দু’টি স্টেশনকে সংযুক্তকারী ৯.৮ কিলোমিটার টানেলটি সম্পন্ন হয়েছে। এই টানেলটি উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেললাইন প্রকল্পের অংশ। ১২.৬ কিলোমিটার টানেল টি-৪৯বি-এর পরে এটি তৃতীয় টানেল, ভারতীয় রেলওয়ের দীর্ঘতম টানেল, যা চলতি বছরের জানুয়ারিতে সম্পন্ন হয়েছিল।

গত ১৪ আগস্ট, রিয়াসি জেলার কৌরি এলাকায় চেনাব নদীর উপর বিশ্বের উচ্চতম রেল সেতুটি একটি মাইলফলক অর্জন করেছিল। এক আধিকারিক জানিয়েছেন, আমরা উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্কের (ইউএসবিআরএল) কাটরা-বানিহাল বিভাগে দুগ্গা এবং সাওলাকোট স্টেশনের মধ্যে টানেলের নির্মাণ কাজ শেষ করতে সফল হয়েছি।