ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।। জয় পেলো কাইপেং বুলাই। হাড্ডাহাড্ডি লড়াই করে ২-১ গোলে পরাজিত করলো সালকা ক্লাবকে। খাবাকসা প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায়। জয়ৈং কামি মিনি স্টেডিয়ামে হচ্ছে খেলা। আসরের উদ্যোক্তা ইয়ং স্টার ক্লাব। মঙ্গলবার ম্যাচের শুরুর ২ মিনিটের মাথায় খোলো জমাতিয়ার গোলে এগিয়ে যায় কাইপেং বুলাই দল। এরপর দুদলের ফুটবলাররা ক্রমাগত আক্রমণ করলেও প্রথমার্ধে কোনও দলই জাল নাড়াতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুইরুতে কাইপেং বুলাই দলের জয় নিশ্চিত করে দেন আচাইফাং জমাতিয়া। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিটে আগে সালকা ক্লাবের পক্ষে পেনাল্টি থেকে ব্যবধান কমান ন্যালশন জমাতিয়া। দুদলের ফুটবলাররাই এদিন অনেকটা ভালো খেলা উপহার দেন। খেলা পরিচালনা করেন সরল কুমার জমাতিয়া। এবছর বিশাল অঙ্কের প্রাইজমানিতে হচ্ছে এবারের আসর। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ পাবে যথাক্রমে ৮০ এবং ৩০ হাজার টাকা। এছাড়া থাকছে আকর্ষনীয় পুরস্কার।