রাজ্য দাবায় অভিজ্ঞান চ্যাম্পিয়ন, রানার্স দিগন্ত, তৃতীয় অর্শিয়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।।রাজ্য সেরা হলো অনূর্ধ্ব‌-‌১৪ বছর বয়সী দাবাড়ু অভিজ্ঞান ঘোষ। এবারই প্রথম রাজ্য সেরা হলো উমাকান্ত আকাদেমি ইংলিশ মিডিয়াম স্কুলের অষ্টম শ্রেণীর ওই ছাত্রটি। সোমবার তৃতীয় দিনের শেষে সপ্তম রাউন্ডে শীর্ষে ছিলো বিষ্ময় বালিকা আর্শিয়া দাস। মঙ্গলবার সকালে অষ্টম রাউন্ডে আর্শিয়াকে পরাজিত করে রীতিমতো চমক দেয় অভিজ্ঞান। শেষ পর্যন্ত ১০ রাউন্ডে সাড়ে ৮ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো অভিজিৎ এবং সুজতা ঘোষ (‌বৈদ্য)-‌র একমাত্র ছেলেটি। ৪৮ তম রাজ্য সিনিয়র দাবা প্রতিযোগিতায়। এন এস আর সি সি-‌র দাবা হলঘরে ৪দিন ব্যাপী রাজ্য আসর শেষ হয় এদিন সন্ধ্যায়। দশম রাউন্ডে আরাধ্যা দাসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় অভিজ্ঞান। বাংলাদেশে ক্লাব লিগে সেরার সম্মান পাওয়ার পর এবার রাজ্য সেরা হলো সে। শেষ রাউন্ডে প্রথম বোর্ডে দেবাংকুর ব্যানার্জির সঙ্গে পয়েন্ট ভাগ করে খেতাব জয়ের দৌড় থেকে পিছিয়ে যায় অর্শিয়া। মেট্রিক্স চেস আকাদেমির সূর্যময় ভট্টাচার্যকে পরাজিত করে অর্শিয়ার সঙ্গে যুগ্মভাবে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিগন্ত রায়। পরে ভোকলসে  দিগন্ত দ্বিতীয় এবং আর্শিয়া তৃতীয় স্থান দখল করে।  সাড়ে ৭ পয়েন্ট পেয়ে দেবাংকুর ব্যানার্জি চতুর্থ, ৭ পয়েন্ট পেয়ে ভোকলসে টাইটন দেববর্মা পঞ্চম, সুপ্রকাশ বীর ষষ্ঠ, সাড়ে ৬ পয়েন্ট পেয়ে ভোকলসে মেট্রিক্স চেস আকাদেমির সূর্যময় ভট্টাচার্য সপ্তম, আরাধ্যা দাস অষ্টম, অরুণ চন্দ্র দাস নবম এবং রমেশ কলই দশম স্থান দখল করেন। এদিকে প্রায় ৪৮ বছর পর খেলতে নেমে ৬৪ ঘরের লড়াইয়ে রীতিমত চমক দেন রাখাল মজুমদার। করেন সাড়ে ৫ পয়েন্ট। দখল করেছেন ৩২ তম স্থান। এবং রেটিং ও পেয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *