কল্যাণপুরে যুবকের মৃতদেহ উদ্ধার পুকুরের জলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷  মঙ্গলবার দুপুর নাগাদ কল্যানপুর থানা এলাকার উত্তর কমলনগর গ্রাম পঞ্চায়েতে একটি পুকুর থেকে এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত যুবকের নাম অভিজিৎ বিশ্বাস৷ দিন দুপুরে পুকুরের জল থেকে ভাসমান মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পারিবারিক সূত্রে জানা গেছে মৃত যুবক একটি মামলায় জড়িত ছিল৷ তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে পরিবারের লোকজনরা বিস্তারিত কোন তথ্য জানাতে না পারলেও তাদের অভিযোগ হয়তো তাকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে৷ জলে ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে পরিবারের তরফ থেকে কল্যাণপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্র্গে পাঠায়৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে কল্যাণপুর থানার পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *