নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা আবৃত্তির উদ্যোগ গ্রহণ করেছে কংগ্রেস দল৷ সেই লক্ষ্যকে সামনে রেখে তিন দিনের উত্তর ত্রিপুরা জেলা সফরে গেলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ তিন দিনের সফরকালে তারা বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন৷ যোগদান সভাসহ নানা রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলে কংগ্রেস দলের তরফ থেকে জানানো হয়েছে৷ মঙ্গলবার দলীয় সূত্রে বলা হয়েছে কংগ্রেস দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে মঙ্গলবার তিনদিনের উত্তর জেলা সফরে গেলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন বিধায়ক আশিস সাহা৷ এদিন সকালে পানিসাগর কংগ্রেস ভবনে দলীয় কর্মীদের নিয়ে এক বৈঠক শেষে তারা আসেন ধর্মনগরে৷ ধর্মনগর কৃষ্ণপুর এলাকা থেকে এক বাইক র্যালির মাধ্যমে তাদেরকে ধর্মনগরে স্বাগত জানায় স্থানীয় কংগ্রেস নেতৃত্বরা৷ মঙ্গলবার বিকালে চুরাইবাড়িতে এক যোগদান সভা করেন তারা৷ বুধবার বাগবাসা এলাকায় কর্মীসভার পাশাপাশি ধর্মনগরে একটি যোগদান সভা রয়েছে৷ মূলত আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর জেলায় জোর প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস দল৷ দলের সকল স্তরের নেতাকর্মী সমর্থকদের বিভেদ ও অভিমান ভুলে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নামার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতৃবৃন্দ৷
2022-08-30

