নয়াদিল্লি, ২৯ আগস্ট ( হি.স.) : রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) ৪৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানির প্রধান মুকেশ আম্বানি জিও-র ৫ জি পরিষেবা চালু সহ বেশ কয়েকটি বড় ঘোষণা করেছেন।
বিনিয়োগকারীদের উদ্দেশে রিলায়েন্স প্রধান বলেছেন যে জিও-র ৫ জি পরিষেবা ২০২২ সালের দীপাবলির মধ্যে দেশের চারটি বড় মেট্রো শহর দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে চালু হবে। তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এই পরিষেবা সারা দেশে উপলব্ধ হবে।
আরআইএল প্রধান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোম্পানির ৪৫ তম এজিএমে ভাষণ দেওয়ার সময় বলেন, জিও ভারতে ৫ জি নেটওয়ার্কের জন্য কোয়ালকমের সঙ্গে অংশীদারিত্ব করেছে। কোম্পানি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের ৫ জি স্মার্টফোন এবং গুগুল ক্লাউড উন্নতির জন্য গুগুলের সঙ্গে অংশীদারিত্ব করছে।
বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, মাইক্রোসফ্ট, মেটা এবং ইন্টেল কোম্পানিগুলির সঙ্গে ইতিমধ্যে অংশীদারিত্ব করা হয়েছে। তবে এখন কোয়ালকমের সঙ্গে অংশীদারিত্ব করা হচ্ছে। আম্বানি বলেন, ২০২১-২২ অর্থবছরে সংস্থাটির মিডিয়া ব্যবসায় বৃদ্ধি হয়েছে। তিনি রিলায়েন্স রিটেলকে ২ লক্ষ কোটি টাকার টার্নওভারের জন্য অভিনন্দন জানিয়েছেন।