রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে দেখা করলেন বিএসপি প্রধান মায়াবতী

নয়াদিল্লি , ২৯ আগস্ট ( হি.স.) : সোমবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) সুপ্রিমো মায়াবতী।

বৈঠকের ছবি শেয়ার করে রাষ্ট্রপতির সচিবালয় এ তথ্য জানায়। বিএসপি প্রধান রাষ্ট্রপতি মুর্মুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর মুর্মুর সঙ্গে এটাই ছিল মায়াবতীর প্রথম বৈঠক।
হিন্দুস্থান সমাচার /সঞ্জয়

আগামী ১০ সেপ্টেম্বর যোধপুরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
নয়াদিল্লি, ২৯ আগস্ট ( হি.স.) : আগামী বছর রাজস্থানে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুথ পর্যায়ের প্রস্তুতি ও সংগঠনকে গোছানোর জন্য শীর্ষ নেতারা ঘন ঘন পরিদর্শনে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আগামী ১০ সেপ্টেম্বর রাজস্থান সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১০ সেপ্টেম্বর শাহ যোধপুর সফরে যাবেন। এ সময় তিনি বুথ পর্যায়ের সম্মেলনে অংশ নেবেন। শাহ বুথ পর্যায়ে সংগঠনের প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক কাজের অগ্রগতি সম্পর্কে তথ্য নেবেন। এসময়ে বিজেপি অন্যান্য অনগ্রসর মোর্চার জাতীয় কার্যনির্বাহীকেও ভাষণ দেবেন তিনি। এছাড়া রাজ্য বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *