নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ আগস্ট৷৷ তেলিয়ামুড়ায় বিএমএস-এর নামধারীদের দাদাগিরি! অটো শ্রমিককে অটো চালাতে বাঁধা দান করা! বিজেএমসি করায় এক অটো শ্রমিককে অটো চালাতে বাধা দান করার অভিযোগ বিএমএস -এর বিরুদ্ধে৷ ঘটনা, তেলিয়ামুড়া খোয়াই চৌমুহনী এলাকায় রবিবার৷
জানা যায়, বিজেএমসি করার অপরাধে তেলিয়ামুড়া থেকে কল্যাণপুর রোডের এক অটো চালক জয়ন্ত সরকার নিজ অটো নিয়ে রাস্তায় বের হতেই তাকে অটো চালাতে বারণ করে বিএমএস নামধারী গুটি কয়েক চুনোপুটি নেতা৷ এমনকি খোয়াই চৌমুহনি এলাকায় তেলিয়ামুড়া থেকে কল্যানপুরের অটো সিন্ডিকেটে এসে বিএমএস সংগঠনের সদস্য অটো চালক জয়ন্ত সরকারকে রাস্তায় অটো নিয়ে বের না হওয়ার হুঁশিয়ার দেয় বিএমএস নেতা বলে নিজেকে জাহির করা দীপঙ্কর বর্মণ সহ গুটি কয়েক লোকজন৷ এই খবর শুনে বিজেএমসি শ্রমিক সংগঠনের নেতৃত্বরা খোয়াই চৌমুহনিতে ছুটে যায় এবং বিজেএমসি -র নেতৃত্ব নিরঞ্জন দেবনাথ অভিযোগ করেন, ওই অটো চালক জয়ন্ত সরকার বিজেএমসি শ্রমিক সংগঠন করায় তাকে মূলত অটো চালাতে বাধা দান করছে বিএমএস নামধারী কয়েকজন লোক৷
রবিবার এমনই ঘটনা ঘটে তেলিয়ামুড়া থানাধীন খোয়াই চৌমুহনি এলাকায়৷ বিজেএমসির তরফে অভিযোগ করা হয়, খোয়াই ত্রিপুরা অটো রিকশা শ্রমিক সংঘ’ নামের যে সংগঠন তেলিয়ামড়ায় বিএমএস এর নাম ভাঙ্গিয়ে কাজ করছে, আসলে ‘খোয়াই ত্রিপুরা অটো রিকশা শ্রমিক সংঘ’ কে বিএমএস কোন প্রকারের অনুমোদন দেয়নি৷
অপরদিকে, বিএমএস সংগঠনের নেতা বলে নিজেকে জাহির করা দীপঙ্কর বর্মন তথা যার বিরুদ্ধে অটো চালককে বাধা দেয়ার অভিযোগ উঠেছে সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করে৷ এবং তিনি জানান, অটো চালক জয়ন্ত সরকার বিএমএস সংগঠনে ভর্তি হবে বলে গতকাল উনার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু ওই অটোচালক গোটা দিন পেরিয়ে গেল তার সঙ্গে দেখা করেনি৷ এই বিষয় সম্পর্কে খোঁজখবর নিতেই মূলত দীপঙ্কর বর্মন খোয়াই চৌমুহনি অটো সিন্ডিকেটে গিয়েছিল রবিবার৷ এদিন খোয়াই চৌমুহনি অটো সিন্ডিকেটে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে খানিকের জন্য উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় অটো চালকদের মধ্যে৷
2022-08-28

