লক্ষ্মিলুঙা গ্রামে একরাতে চার বাড়িতে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট৷৷ এয়ারপোর্ট থানাধীন লক্ষ্মিলুঙ্গা গ্রামে একরাতে চার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷
কোথাও বাড়ির মালিকের অনুপস্থিতিতে ঘরের দরজা ভেঙ্গে সোনার অলংকার , নগদ টাকা, এমনকি নিত্য প্রয়োজনীয় সামগ্রী পর্যন্ত  নিয়ে যায়  চোরের দল৷ এলকাবাসির অভিমত, এক দল চোর পরিকল্পিত ভাবে এই চুরি কান্ড সংঘটিত করেছে৷  ড্রাগস এর নেশায় এই সকল চুরির ঘটনা সংঘটিত হচ্ছে বলে এলাকাবাসির ধারণা৷