রায়পুর, ২৭ আগস্ট ( হি.স.) : আজ শনিবার রায়পুরে জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) অফিস ভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
জানা গিয়েছে,শাহ শনিবার দুপুর ২টার দিকে স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে পৌঁছাবেন এবং এনআইএ বিল্ডিং উদ্বোধনের জন্য রায়পুরের সেক্টর-২৪-এর উদ্দেশ্যে রওনা হবেন। পরে তিনি পন্ডিত দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়ামে ‘মোদী@২০: ড্রিমস মিটিং ডেলিভারি’ শীর্ষক সেমিনারে যোগ দেবেন।
ওইদিন ৭:২০ টায় দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে, তিনি দলের রাজ্য কার্যালয় কুশাভাউ ঠাকরে পরিসরে বিজেপি নেতাদের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। আগামী বছর কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে নির্বাচন হওয়ার কথা।
সুকমা এবং বিজাপুর জেলার সীমান্তে নকশাল হামলায় ২২ নিরাপত্তা কর্মী নিহত হওয়ার পর শাহ ২০২১ সালের এপ্রিলে শেষবার ছত্তিশগড় সফর করেছিলেন।