পূর্ব গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে দুই কেন্দ্রীয় মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ আগস্ট৷৷ বিশালগড় পূর্ব গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে শুক্রবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় পূর্ব গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে৷ উক্তানুষ্ঠানের উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গ্রামীণ বিকাশ মন্ত্রকের মন্ত্রী গিরিরাজ সিং, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রবীণ নাগরিক সুরবালা দেবনাথ৷ আমন্ত্রিত অতিথিরা প্রথমে গোকুলনগর কেশব দেব রায়ের নির্মিত ড্রাগন ফলের বাগান পরিদর্শন করেন এবং উনার ড্রাগন ফলের দ্বারা যেন জীবন জীবিকা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সে বিষয়ে বাগানটি পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং৷ তারপর গোকুলনগর আবাস যোজনার বিভিন্ন বাড়িতে ফিতা কেটে যোজনার ঘরের উদ্বোধন করেন, গোকুলনগর অঙ্গনওয়াড়ী সেন্টারেরও শুভ সূচনা করেন৷ তবে কেন্দ্রীয় মন্ত্রীদের নেতৃত্বে পূর্ব গোকুলনগর এভাবে বিভিন্ন প্রকল্প চালু করাকে আগামী দিনে এলাকার সমস্ত জনসাধারণের মান উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন এলাকাবাসী৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক পূর্ব গোকুলনগর গ্রামকে দত্তক নিয়েছেন পাশাপাশি গোকুলনগর গ্রামকে ভারতের মধ্যে একটি সম্পূর্ণ পরিপূর্ণ গ্রাম হিসাবে তুলে ধরার জন্যই এ প্রয়াস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *