কৈলাসহরে বালি মাফিয়াদের দৌরাত্ম্যের প্রতিবাদে পথ অবরোধ জনতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট৷৷  বন্যার কবল থেকে বাঁচতে ফের আন্দোলনে সামিল কৈলাসহর এলাকার সাধাবণ জনগন৷ বালি মাফিয়াদের দৌরাত্ম্যে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন সাধারণ মানুষ৷ গত তিন মাস আগেও একই দাবীতে রাস্তা অবরোধে সামিল হয়েছিলেন এলাকাবাসীরা৷ দাবি পূরণ না হওয়ায় ফের শনিবার রাস্তা অবরোধ করলেন বিক্ষুব্ধ এলাকাবাসী৷ শনিবার দুপুর থেকে কৈলাশহর সোনামাড়া এলাকার এলাকাবাসীরা একত্রিত হয়ে দূর্গাপুর এলাকায় পাইতুরবাজার-সোনামাড়া রাস্তাটি অবরোধ করেন৷  বিক্ষোভকারীরাদের অভিযোগ, ২০১৮ সালে এয়ারপোর্টের পাশে বাঁধ ভেঙে মনু নদীর জলে সাতটি এলাকা প্রায় দশদিন জলমগ্ণ ছিল৷ বালি মাফিয়াদের দৌরাত্ম্যে ফের এই ধরনের বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা৷ অভিযোগ কিছু বালি মাফিয়া এলাকা থেকে বালি তুলে ভারী ভারী গাড়ি ওই বাঁধের উপর দিয়ে নিয়ে যাচ্ছে৷ ফলে দুর্বল হয়ে পড়েছে এলাকার বাঁধটি৷ যেকোনো সময় ভেঙে পড়তে পারে৷  এলাকাবাসীরা গত তিনমাস আগেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বলেছিলো, অবিলম্বে বালু তোলা বন্ধ করতে হবে এবং বাঁধের উপর দিয়ে ভারী গাড়ি যাতায়াত বন্ধ করতে হবে৷ সেসময় এলাকাবাসীর আন্দোলনে প্রশাসনের পক্ষ বালি তোলা বন্ধ করে দেওয়া হয়েছিলো৷ কিন্তু গত এক সপ্তাহ ধরে ফের বালি ব্যবসায়ীরা ভারী গাড়ি দিয়ে বালি নেওয়া শুরু করেছে৷  অবরোধকারীদের অভিযোগ অবিলম্বে এই বালি কারবারিদের আস্ফালন প্রশাসনিক হস্তক্ষেপে বন্ধ করতে হবে৷