ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।। নর্থ-ইস্ট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু ৮ সেপ্টেম্বর। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। সিনিয়র এবং জুনিয়র – দুই বিভাগে হবে আসর। এবছর আগরতলায় হবে ওই আসর। নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ব্যাডমিন্টন হলে হবে আসর। ৮ সেপ্টেম্বর সকাল ৯ টায় হবে আসরের উদ্বোধন। উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা-র। এছাড়াও থাকবেন রাজ্য ব্যাডমিন্টন সংস্থার কর্মকর্তারা। জানা গেছে, পূর্বোত্তর আসরের জন্য ইতিমধ্যে রাজ্য দল গঠন করা হয়ে গেছে। আসরে ভালো ফলাফলের জন্য প্রতিদিন চলছে জোড় প্রস্তুতি। রাজ্য সংস্থার সচিব সঞ্জীব সাহা এখবর জানিয়েছেন।
2022-08-27