বারাসত, ২৭ আগস্ট (হি. স.): শনিবার ভোরে আমডাঙা থানার গাদামারা এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে বালুরঘাট থেকে কলকাতাগামী একটি বাস এবং তেলের ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হয়েছে ট্যাংকারের চালক এবং বাসের চালক।
জানা গিয়েছে, ৪ থেকে ৫ জন জন বাস যাত্রী এদের সকলকেই প্রথমে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা অবনতি হলে পরে দুই ড্রাইভারকে বারাসত হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সংস্কার না হওয়ায় জাতীয় সড়কের অবস্থা খুবই খারাপ। রাস্তার মাঝে মাঝেই বড় বড় গর্ত রয়েছে সেই গর্ত বাঁচাতে গিয়েই তেলের ট্যাঙ্কটি এক সাইডে চেপে আসে এবং বালুরঘাটগামী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে চলে আসে আমডাঙা থানার পুলিশ। শুরু হয় উদ্ধারকার্য। ভোর পাঁচটা নাগাদ এই দুর্ঘটনাটির ফলে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।