অশোক-জীবেশের বিরুদ্ধে মামলা, পুলিশের পালটা আন্দোলনের হুঁশিয়ারি সিপিএমের

শিলিগুড়ি, ২৭ আগস্ট (হি. স.): সিপিএমের শুক্রবার শিলিগুড়ি পুরনিগমে অভিযান ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে প্রাক্তন মেয়র তথা সিপিএমের প্রবীন নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার সহ ৪২৫ জন বাম নেতা কর্মীর বিরুদ্ধে স্বত:প্রনোদিত মামলা রুজু করল শিলিগুড়ি থানার পুলিশ। প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি সিপিআইএমের শীর্ষ নেতৃত্বের। পাশাপাশি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বাম নেতারা।

বর্তমান শিলিগুড়ি পুরবোর্ড নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ। ব্যর্থ হয়েছে প্রতিশ্রুতি পূরণেও। এই অভিযোগ তুলে শুক্রবার শিলিগুড়ি পুরনিগমে অভিযান চালিয়েছিল সিপিএম। এই অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছিল শিলিগুড়ি পুরনিগম চত্বরে। অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন প্রাক্তন মেয়র তথা সিপিএমের প্রবীন নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক। এই ঘটনায় অশোক, জীবেশ, সমন পাঠক সহ মোট ৪২৫ জন বাম নেতা কর্মীর বিরুদ্ধে স্বত:প্রনোদিত মামলা রুজু করল শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনায় দুই বাম কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, ঝামেলা পাকানো সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

এই ঘটনার পরেই শনিবার শিলিগুড়িতে সাংবাদিক সন্মেলন করে সরাসরি শিলিগুড়ি পুলিশের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে সিপিআইএম। আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সিপিআইএমের শীর্ষ নেতারা। সিপিএমের জেলা সম্পাদক সমন পাঠকের অভিযোগ, তৃণমূল নেতা গৌতম দেবের নির্দেশেই এই কাজ করছে শিলিগুড়ি পুলিশ।