ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।। ব্যাটিংয়ে নজর কেড়েছে অভিজিৎ শর্মা। অপরদিকে আকাশ আনন্দ ও সাগর শর্মাও দৌড়ে এগিয়ে রয়েছে। বোলিংয়ে বৈভব মালী বেশ সাফল্য পেয়েছে। সঙ্গে রয়েছে আকাশ শ্রীবাস্তব ও রোহিত পারেখ। কার্যত, ম্যাচের শেষে নির্বাচকরা কোন ক্রিকেটারকে তুলে নেবে সেটা পরের কথা, খেলোয়াররা কিন্তু নিজেদের সেরাটা উজাড় করে দিতে কোনরকম কার্পণ্য করছেন না। সবাই সিরিয়াস। পেশাদার বাছাই পূর্বক প্রস্তুতি ম্যাচ বলে কথা। ইতিমধ্যে প্রথম ম্যাচের হিসেব-নিকেশ ও পরিসংখ্যান পরীক্ষকের টেবিলে চলে এসেছে। শনিবারে দ্বিতীয় ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হয়েছে। একইভাবে টিম এ বনাম টিম বি-এর ম্যাচ। সকাল নয়টা নাগাদ এমবিবি স্টেডিয়ামে খেলা শুরুতে টিম বি দল প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। এক প্রস্থ খেলে ৫৩.৪ ওভারে টিম-বি দল সব ক’টি উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বাধিক ৫১ রান এসেছে অভিজিৎ শর্মার ব্যাট থেকে। এছাড়া, দীপক ক্ষৈত্রীর ৩১ রান, অয়ন গুপ্তের ২৮ রান এবং ঋত্বিক শ্রীবাস্তবের ২৭ রান উল্লেখ করার মতো। বোলিংয়ে বেশ সাফল্য পেয়েছে বৈভব মালী। বৈভব ৫টি মেডেন সহ ২৬ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নিয়েছে। এছাড়া আকাশ শ্রীবাস্তব পেয়েছে তিনটি উইকেট ৪৩ রানের বিনিময়ে। রোহিত পারেখ ২৯ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে টিম-এ দল ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৩৪ ওভারে এক উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছে। ওপেনার রবি সিং ১৪ রানে প্যাভিলিয়নের ফিরলেও আকাশ আনন্দ ৫৭ রানে এবং সাগর শর্মা ৪৪ রানে নাইট ওয়াচম্যানের ভূমিকায় রয়েছেন। আকাশ ৯৭টি বল খেলে আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৭ রান পায়। অপরদিকে সাগর ৪৪ রান পেয়েছে ৭৭ টি বল খেলে সাতটি বাউন্ডারি সহযোগে। একমাত্র উইকেটটি পেয়েছে অর্জুন দেবনাথ দশ রানের বিনিময়ে।
2022-08-27