ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট।।ফিটনেস ক্যাম্পে ডাক পেলেন ৪২ জন সিনিয়র ক্রিকেটার। ৩০ আগস্ট থেকে শুরু হবে ১০ দিনব্যাপী ওই ফিটনেস ক্যাম্প। রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে। নির্বাচিত ক্রিকেটারদের ৩০ আগস্ট দুপুর ১২ টায় এম বি বি স্টেডিয়ামে রিপোর্ট করার জন্য রাজ্য ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব কিশোর কুমার দাস বলেছেন। ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন:বিক্রম কুমার দাস, বিশাল ঘোষ, রজত দে, শ্রীদাম পাল, মণিশঙ্কর মুড়াসিং, অমিত আলি, শঙ্কর পাল, অজয় সরকার, শারুখ হুসেন, অভিজিৎ সরকার, সম্রাট সূত্রধর, উদীয়ান বসু, নুরুপম সেন, অর্জুন দেবনাথ,তেজস্বী জশোয়াল, সম্রাট সিনহা, রাণা দত্ত, পারভেজ সুলতান, শুভম ঘোষ, সঞ্জয় মজুমদার, স্বরব সাহানি, অর্কপ্রভ সিনহা, কৌশল আচার্য, নিরুপম সেন চৌধুরি, চিরঞ্জীৎ পাল, তাপস মন্ডল, বিক্রম দেবনাথ, চন্দন রায়, জয়দীপ বনিক, ইন্দ্রজিৎ দেবনাথ, জয়দীপ ভট্টাচার্য,সেন্টু সরকার, কৃতিদীপ্ত দাস, জয় কিষান সাহা, লক্ষ্মণ পাল, তন্ময় দাস, অমরেশ দাস, দীপায়ন দেববর্মা, অভিজিৎ চক্রবর্তী, অনিরুদ্ধে সাহা, পল্লব দাস এবং সন্দীপ সরকার। ট্রেণার: অজিতাভ নাথ।
2022-08-27