যোগীর বড় স্বস্তি, উসকানিমূলক বক্তব্য মামলায় পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ২৬ আগস্ট ( হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে উসকানিমূলক বক্তৃতার অভিযোগে মামলার আবেদনের অনুমতি দিতে অস্বীকার করল শীর্ষ আদালত। এর আগে ২০১৭ সালের মে মাসে রাজ্য সরকার মামলা চালানোর অনুমতি খারিজ করেছিল। তারপর সরকার বলেছিল, এই মামলায় যথেষ্ট প্রমাণ নেই, যা ২০১৮ সালে এলাহাবাদ হাইকোর্টও সেই সিদ্ধান্ত বহাল রেখেছিল।

হাইকোর্টের সেই আদেশকে চ্যালেঞ্জ করা হয় সুপ্রিম কোর্টে। ২০১৮ সালের ১৪ মে সুপ্রিম কোর্ট আবেদনকারী রশিদ খানকে যোগী আদিত্যনাথ সহ সমস্ত অভিযুক্তকে পক্ষ করার নির্দেশ দিয়েছিল। শুনানির সময় পিটিশনের আইনজীবী ফুজাইল আইয়ুবিকে সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছিল, আপনি কেন বাকি অভিযুক্তদের পক্ষ করেননি। তিনি বলেন, যেহেতু হাইকোর্টে দুই নম্বর অভিযুক্ত মহেশ খেমকা রিভিশন পিটিশন দায়ের করেছিলেন। কিন্তু অভিযুক্ত সবাই।
যোগী আদিত্যনাথকে স্বস্তি দিয়ে এলাহাবাদ হাইকোর্ট গোরখপুর দাঙ্গায় তার ভূমিকার তদন্তের দাবি খারিজ করেছিল। পিটিশনে ২০০৭ সালের গোরখপুর দাঙ্গায় যোগী আদিত্যনাথের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) পুনঃতদন্তের দাবি করা হয়েছিল। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *