নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.) : ভারতের মেডিকেল কলেজে ইউক্রেন থেকে ফেরা মেডিকেল শিক্ষার্থীদের ভর্তির দাবির শুনানি করতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে যে ভারতের কলেজগুলিতে এমন জায়গা আছে কিনা এবং নিয়মের অধীনে ভারতে ভর্তি হতে পারে কিনা তা সরকারের সিদ্ধান্ত নেওয়ার। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে ১৫ সেপ্টেম্বর।
আবেদনটি করেছেন পার্থবী আহুজা ও প্রতি সিং। আবেদনে বলা হয়েছে, ইউক্রেনে এখন স্বাভাবিক অবস্থার কোনও সম্ভাবনা নেই। হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ ভারসাম্যহীন। আবেদনে বলা হয়েছে, ইউক্রেন থেকে ফিরে আসা শিক্ষার্থীদের ভর্তির নিয়মে শিথিলতা দিয়ে সরকারি ও বেসরকারি কলেজে স্থান দিতে হবে।
আবেদনে বলা হয়েছে, ইউক্রেন থেকে ফিরে আসা শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করতে সেখানকার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের ভারতে পড়াশোনা শেষ করার নির্দেশিকা জারি করতে হবে।