নয়াদিল্লি, ২৬ আগস্ট ( হি.স.) : দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। রাহুলের শিশুসুলভ আচরণ কংগ্রেসকে ধ্বংস করেছে বলে বিস্ফোরক অভিযোগ তোলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।
তিনি বলেন, ‘রাহুল গান্ধীর আচরণ শিশুসুলভ। কংগ্রেসীয় সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছেন তিনি।’ ২০১৪ সালে কংগ্রেসের ধরাশায়ী অবস্থার জন্যও রাহুলকেই দায়ী করেছেন নবি আজাদ। তাঁর বক্তব্য, ‘২০১৪ সালে কংগ্রেসের বিপর্যয়ই টার্নিং পয়েন্ট। এরপর থেকে কংগ্রেস এক এক করে নির্বাচনে হারতে শুরু করে। বর্তমানে পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গিয়েছে এই দলটি।’ তাঁর আরও মন্তব্য, ‘সোনিয়া গান্ধী নামমাত্র একজন নেত্রী। রাহুল গান্ধী বা তাঁর সহকারীরা সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন।
রাহুলকে কটাক্ষ করে আজাদ বলেন, ‘বর্তমানে কংগ্রেসও বিজেপি তথা অন্য আঞ্চলিক দলের মতো হয়ে গিয়েছে। কারণ গত আট বছর ধরে কংগ্রেসকে যে নেতৃত্ব দিচ্ছেন, তাঁর মধ্যে কোনও গাম্ভীর্য নেই।’ তাঁর কথায়, ‘রাহুল গান্ধী রাজনীতিতে যোগদান করার পর এবং ২০১৩ সালে তাঁকে দলের সহ সভাপতি পদে বসানোর পর থেকেই দলের সমস্ত ভাবধারা নষ্ট হয়ে গিয়েছে। প্রবীণ এবং অভিজ্ঞ নেতাদের সরিয়ে দেওয়া হয়েছে।’

