সিমলায় নেপালি যুবক খুন, পলাতক অভিযুক্তরা

সিমলা, ২৬ আগস্ট (হি.স.) : শিমলা জেলার রোহরু মহকুমার চিদগাঁও থানা এলাকায় এক নেপালি যুবককে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।

মৃত মনোজ (২৬) চিরগাঁওয়ের বাটওয়ারী গ্রামে একটি বাগানে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। স্ত্রী ও একটি শিশুকে নিয়ে তিনি এখানেই থাকতেন। পরিবারের তরফে জানানো হয়েছে, ২৩ শে আগস্ট থেকে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন মনোজ। ২৪ আগস্ট দীপক আসামি নামে আরেক নেপালি শ্রমিক মনোজের মৃতদেহ গ্রাম থেকে দূরে একটি মাঠে পড়ে থাকতে দেখেন। এরপরেই তিনি বাগানের মালী প্রমোদ কুমারকে খবর দেন। পরে মালী ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি চিরগাঁও থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন, নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আইজিএমসি সিমলায় পাঠিয়েছে। এর পাশাপাশি ঘটনার তদন্ত করতে ফরেনসিক সায়েন্স ল্যাব (এফএসএল) জুঙ্গার বিশেষজ্ঞদের একটি দলকেও ডাকা হয়েছে।

শুক্রবার ডিএসপি রোহরু চমন কুমার বলেন, যে আইপিসির ৩০২ ধারায় একটি মামলা দায়ের করে যুবকের খুনের বিষয়ে তদন্ত করা হচ্ছে।অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।