আজাদ-মুক্ত কংগ্রেস; সমস্ত পদ থেকে দিলেন ইস্তফা, দুষলেন রাহুলকে

নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): কংগ্রেসের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করলেন প্রবীণ নেতা গুলাম নবী আজাদ। শুক্রবার কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ-সহ সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন গুলাম নবী আজাদ। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে দুঃখপ্রকাশও করেছেন আজাদ। জানিয়েছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে গুলাম নবী আজাদ জানিয়েছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে ও হৃদয় বিদারক চিত্তে আমি জাতীয় কংগ্রেসের সঙ্গে আমার অর্ধ শতাব্দীর পুরানো সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।” প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল কংগ্রেস থেকে ইস্তফা দিতে পারেন গুলাম নবী আজাদ, শুক্রবার সেই জল্পনাই সত্যি হয়েছে। এদিন কংগ্রেস ছাড়ার পর রাহুল গান্ধীর বিরুদ্ধেও তোপ দেগেছেন আজাদ। ইস্তফাপত্রে লিখেছেন, ‘দেশের জন্য যা ভাল, তা করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস।’
পাঁচ পাতার পদত্যাগপত্রে গুলাম নবী লিখেছেন, ‘গোটা সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়াই একটা প্রহসন। দেশের কোথাও সংগঠনের কোনও পর্যায়ের নির্বাচনই হয়নি।’ এর পরই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে নিশানা করে বর্ষীয়ান নেতা লিখেছেন, ‘এই সব ঘটেছে, তার কারণ, গত আট বছরে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি এক জন ‘অপরিণত’ ব্যক্তিত্ব।’ এমনকি, বিভিন্ন নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির জন্যও রাহুলকেই কার্যত কাঠগড়ায় তুলেছেন গুলাম।

আজাদ লেখেন, অপরিণত হওয়ার সবচেয়ে জ্বলন্ত উদাহরণগুলির মধ্যে একটি হল, সংবাদমাধ্যমের সামনে রাহুল গান্ধীর হাতে সরকারি অধ্যাদেশ ছেঁড়া…। এই ধরনের শিশুসুলভ আচরণ প্রধানমন্ত্রী ও ভারত সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে। ২০১৪ সালে নির্বাচনে ইউপিএ সরকারের পরাজয়ের নেপথ্যে যে অবদানগুলি রয়েছে, তার মধ্যে এটি অন্যতম।