নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট৷৷ ব্যর্থ প্রেমের জ্বালায় অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা করে এক যুবতী৷ অগ্ণিদগ্দ যুবতী বর্তমানে জিবি হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ যুবতীটির নাম স্নিগ্দা দাস৷ জানা যায় কমলপুরে একটি বাড়িতে তারা ভাড়া থাকতো৷ যুবতীর মা জানান অপর এক যুবকের সঙ্গে তার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ তাদের সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তর হতে থাকে৷ যুবতীটিকে তার প্রেমিক বিয়ে করবে বলে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল বলেও পারিবারিক সূত্রের খবর৷ কিন্তু শেষ পর্যন্ত ওই যুবতীর সঙ্গে প্রতারণার আশ্রয় নেয় অভিযুক্ত যুবক৷ সে কারণেই হয়তো ব্যর্থ প্রেমের জ্বালায় যুবতীটি অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ এ ব্যাপারে কমলপুর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে অভিযুক্ত প্রেমিককে এখনো পর্যন্ত জালে তুলতে পারেনি পুলিশ৷ ব্যর্থ প্রেমের জ্বালায় অগ্ণিদগ্দ হয়ে যুবতীর আত্মহত্যার চেষ্টা সংবাদ ছড়িয়ে পড়তেই কমলপুর সহ পার্শবর্তী এলাকাগুলিতে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অনেকেই এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন মোবাইল ফোনের দৌলতে বহু পরিবারের সর্বনাশ হতে শুরু করেছে৷ বিশেষ করে কিশোর কিশোরী যুবক-যুবতীরা মোবাইল ফোনের সুত্র ধরে প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হয়ে নানা অঘটন ঘটিয়ে চলেছে৷ এসব বিষয়ে অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন বলেও সচেতন মহল মনে করেন৷
2022-08-25