নয়াদিল্লি, ২৫ আগস্ট ( হি.স.) : ঋষিকেশের পরমার্থ নিকেতনের সভাপতি স্বামী চিদানন্দ সরস্বতী বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে দেখা করেন। এদিন নড্ডার বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে স্বামী চিদানন্দ তাঁকে একটি চারা উপহার দেন।
বিজেপি সভাপতি নড্ডা টুইটারে এই সভার ছবি শেয়ার করে লিখেছেন, “ঋষিকেশের পরমার্থ নিকেতনের সভাপতি পূজ্য স্বামী চিদানন্দ সরস্বতীজির সান্নিধ পেয়েছি। জ্ঞান-বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার সমৃদ্ধ ঐতিহ্যকে সঙ্গে নিয়ে বিশ্ব কল্যাণে এবং একটি নতুন ভারত গড়তে আপনার অবদান অতুলনীয়।”

