নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৪ আগস্ট৷৷ বিলোনিয়া রামকৃষ্ণ কলোনী সীমান্ত এলাকার এলাকাবাসীর অভিযোগ সীমান্ত রক্ষী বাহিনী পাচারকারীদের পাচার বাণিজ্যর সুযোগ করে দেওয়ার জন্য এলাকার সাধারণ নাগরিকদের সীমান্ত সংলগ্ণ রাস্তা থেকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের রূপ নেয়৷ ওই এলাকায় ২০০ নাম্বার বেটেলিয়ন বি এস এফ জওয়ানরা সীমান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছে৷ মঙ্গলবার রাত অনুমানিক ৯ টায় বিলোনিয়া চার নং পুল সংলগ্ণ রামকৃষ্ণ কলোনি এলাকায় উত্তেজনা ছড়ায় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ান ও এলাকাবাসীর মধ্যে৷ ঘটনার খবর পেয়ে বিলোনিয়া থানার বিশাল পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ অন্যদিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহ করার সময় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা বাধা দেয় সংবাদ প্রতিনিধিদের৷ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মোবাইল সহ ক্যামেরা৷ পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়৷ অভিযোগ প্রতিনিয়ত পাচারকারীরা পাচার সাম্রাজ্য বানিয়ে রেখেছে এই চার নং পুলের সীমান্ত অঞ্চলটিকে৷ স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ কিছু বিএসএফ জওয়ান এই পাচারকারীদের সাথে যুক্ত হয়ে কাজ করছে৷ অনেকের অভিযোগ পাচারকারীদের আড়াল করতেই নাকি উত্তেজনা সৃষ্টি করেছে মঙ্গলবার রাতে কর্তব্যরত সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা৷ অন্যদিকে বিএসএফ আধিকারিকদের সাথে কথা বলে জানা যায় অত্র এলাকায় পাচার বাণিজ্যের দুষ্ট চক্র সক্রিয় রয়েছে৷ গতকালের রাতের ঘটনা হাঙ্গামা তৈরি করার ক্ষেত্রে মদত যুগিয়েছে তাঁদের৷ তারা সীমান্ত রক্ষী বাহিনীর কাজে বাধা প্রদান করার জন্য এই ধরনের পরিবেশ সৃষ্টি করেছে৷ অন্যদিকে সংবাদ মাধ্যমের উপর বাধা প্রদানের বিষয়টা তদন্ত করে দেখবেন বলে জানান বিএসএফ আধিকারীক৷ তিনি বলেন সংবাদ মাধ্যমের কাজ সংবাদ সংগ্রহ করা, সীমান্ত রক্ষী বাহিনীর কাজ সীমান্ত পাহারা দেওয়া, সে ক্ষেত্রে বাধা দেওয়ার কোনো ধরনের প্রশ্ণই উঠে না৷ বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন বলে জানান৷ রামকৃষ্ণ কলোনীর এলাকাবাসীদের অভিযোগ গতকাল রাতে হঠাৎ করে জনা কয়েক সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা চার নং পুলের রাস্তায় উঠৈ হঠাৎ চওড়া হয়ে সংশ্লিষ্ট স্থানীয় এলাকাবাসীদের বাড়িতে ইট পাটকেল ছুঁড়তে থাকে বলে অভিযোগ৷ কোন কিছু বোঝার আগে ঘর থেকে বের হতে গিয়ে বিএসএফের ইট পাটকেলে বেশ কয়েক জন আহত হয়৷ এলাকার মহিলা পুরুষ জড়ো হয়ে জিজ্ঞাসা করার জন্য সীমান্তে কর্তব্যরত জওয়ানদের সামনে আসতেই নাকি বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে এমনকি বন্দুকের বাট তুলে মারতেও তেড়ে যায়৷ এই ঘটনায় কিছু সময় ধরে উত্তেজনা ছড়ায়৷
2022-08-24