শ্রীনগর, ২২ আগস্ট (হি.স.): সরকার যদি জম্মু ও কাশ্মীরের নির্বাচনী জনতত্ত্ব পরিবর্তন করার চেষ্টা করে তাহলে তাঁরা সংসদ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে অনশনে বসবেন। হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন পিপলস কনফারেন্সের চেয়ারম্যান সাজাদ গণি লোনে। তিনি বলেছেন, “আইন আমাদের জন্য ঝুঁকি নয়, কিন্তু সরকারের উদ্দেশ্য আমাদের জন্য হুমকিস্বরূপ।”
সোমবার এক সাংবাদিক সম্মেলনে সাজাদ বলেছেন, আমরা অপেক্ষা করব এবং দেখব। যদি জম্মু ও কাশ্মীরের জনতত্ত্ব পরিবর্তনের চেষ্টা করা হয় তবে আমরা অনশনে যাব। সাজাদের সংযোজন, এই আইনটি আমাদের জন্য ঝুঁকি নয়, তবে আমরা যদি মনে করি যে জনসংখ্যাগত হস্তক্ষেপ রয়েছে অথবা জম্মু ও কাশ্মীরের জনগণের অধিকারের সঙ্গে আপস করা হয়েছে, তাহলে আমরা দিল্লিতে সংসদের সামনে অনশনে বসব।

