নয়াদিল্লি, ২১ আগস্ট ( হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেছেন। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন যে, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী রাজ্যকে বদলাতে এবং যুবদের ক্ষমতায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, ‘অরুণাচল প্রদেশের তরুণ ও গতিশীল মুখ্যমন্ত্রী পেমা খান্ডুজিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর নেতৃত্বে রাজ্যের সর্বাত্মক উন্নয়ন হচ্ছে। তার দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা।
পেমা খান্ডু অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় ২১ আগস্ট, ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি দেশের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। পেমা খান্ডু অরুণাচল অঞ্চলে অত্যন্ত জনপ্রিয়। -হিন্দুস্থান সমাচার /কাকলি
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃত ২২, নিখোঁজ ৬ জন
সিমলা, ২১ আগস্ট ( হি.স.) : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ । গত ২৪ ঘণ্টায় সেখানে ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টি ও ভূমিধসের কারণে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া হয়েছে। নিখোঁজ রয়েছেন ছয়জন।
মান্ডি, কাংড়া এবং চাম্বা জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেসব এলাকায় জীবনহানির পাশাপাশি রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। রাজ্য সরকারের তরফে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়ার জন্য শিবির খোলার নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিধস ও বন্যা কবলিত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে সরকারের তরফে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
2022-08-21

