ধৃত হাইলাকান্দির আলগাপুর থানার পলাতক শিশুকন্যা-ধর্ষক বাহারুল, স্বস্তি পুলিশের

হাইলাকান্দি (অসম), ২১ আগস্ট (হি.স.) : থানা থেকে পালিয়ে শেষ রক্ষা হয়নি ফেরার শিশুকন্যা ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাহারুল ইসলামের। গত রাতে আলগাপুর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশকর্মী সেলিম উদ্দিন মজুমদারকে মারধর করে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত বাহারুল। কিন্তু আজ রবিবার দুপুরের আগেই হাইলাকান্দি জেলার অন্তর্গত বালিকান্দি গ্রাম থেকে গ্রামরক্ষী বাহিনী সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। ফলে স্বস্তি পেয়েছে পুলিশ।
হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা এলাকায় বছর ২৫-এর বাহারুল ইসল‍াম নামের যুবক শুক্রবার সন্ধ্যারাতে বছর ১০-এর তৃতীয় শ্রেণির ছাত্রী এক শিশুকন্যাকে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। ঘটনাটি সংগঠিত করে গা ঢাকা দেয় অভিযুক্ত। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে শুক্রবার রাতেই আলগাপুর থানার পুলিশ অভিযুক্ত বাহারুল ইসল‍ামকে আটক করে।
গতকাল রাতে শৌচাগারে যাবে বললে লকআপ থেকে বের করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশের হোমগার্ড। কিন্তু শৌচাগারে যাওয়ার সময় সুযোগ বুঝে সেলিম উদ্দিন মজুমদার নামের হোমগার্ডকে মারধর করে পালিয়ে যায় সে। এর পর তাকে খুঁজে বের করতে পুলিশের কালোঘাম ছুটে। সম্ভাব্য সর্বত্র বিছানো হয় জাল। অবশেষে আজ দুপুরের দিকে বালিকান্দি গ্রাম থেকে গ্রামরক্ষী বাহিনী সহায়তায় পুলিশ তাকে ধরেছে।
এদিকে নির্যাতিতা মেয়েকে সেদিন রাতে প্রথমে হাইলকান্দির সন্তোষকুমার রায় অসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করে ডাক্তাররা শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।