শিমলা, ২০ আগস্ট (হি.স.): ভারী বৃষ্টিপাতের জেরে ভূমিধস ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হিমাচল প্রদেশের বিভিন্ন জেলা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, বিগত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫ জনের ও ১৫ জন নিখোঁজ। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ভূমিধসের জেরে ভেঙে পড়েছে একটি বাড়ি। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন ৩ জন।
শনিবার সকাল ৪.৩০ মিনিট নাগাদ চাম্বা জেলার চোওয়ারি তালুকার বানেট গ্রামে ঘটনাটি ঘটেছে। নিখোঁজ ৩ জনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে, হিমাচল প্রদেশের কাংড়া জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় চাক্কি নদীর ওপর ভেঙে গিয়েছে রেল সেতু। উত্তর রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া রেল সেতু শনিবার সকালে ভেঙে পড়েছে।
এদিন চাম্বা ও কাংড়া ছাড়াও হিমাচল প্রদেশের বিলাসপুর, সিরমৌর ও মান্ডি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে কুল্লু-সাইঞ্জ রোড। ভারী বৃষ্টির আশঙ্কায় কুল্লু জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও সমস্ত স্কুল এদিন বন্ধ রাখা হয়েছে। হামিরপুর জেলার সুজনপুর থানার অন্তর্গত খেরি সুজনপুর গ্রামে বিয়াস মহল খৈরাত নদীতে আকস্মিক বন্যার পর ২২ জনের মধ্যে ১৮ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ভূমিধসের কারণে সোলান জেলার কান্দাঘাটে ৫ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে।ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের মান্ডি জেলাও।
মান্ডির ডিসি এ চৌধুরী জানিয়েছেন, শুক্রবার রাতে মান্ডির সেগলি থেকে মেঘভাঙা বৃষ্টির খবর পেয়েছি আমরা। বিশাল ভূমিধসও হয়েছে সেখানে। মান্ডির বিস্তীর্ণ এলাকায় রাতভর বৃষ্টি হয়েছে; বিভিন্ন স্থানে অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তা।
মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ, উদ্ধার ও পুনর্বাসনের কাজ নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।