সোলাপুরে কন্টেনারের ধাক্কায় মৃত দুই ছাত্রী

মুম্বই, ২০ আগস্ট (হি.স.) : মুম্বইয়ের সোলাপুর জেলার পুনে-সোলাপুর জাতীয় সড়কের কদমবাকাবস্তির কাছে লোনি স্টেশন চত্বরে একটি কন্টেনারের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই ছাত্রীর। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৭ নাগাদ। মৃতদের নাম ছাকুলী শিতোলে (১৭) ও রাজশ্রী শিতোলে (১০)।

পুলিশ জানিয়েছে, ছাকুলী শিতোলে পৃথ্বীরাজ কাপুর মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড জুনিয়র কলেজে ১১ শ্রেণীতে পড়াশুনা করেছিল। রাজশ্রী ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। শনিবার সকাল ৭টা নাগাদ দুজনে দুই চাকার গাড়িতে করে মামার সঙ্গে স্কুলে যাচ্ছিল। লনি স্টেশন চকে হঠাৎ একটি কন্টেনার একটি দুচাকার গাড়িকে ধাক্কা দেয়। দু’চাকার গাড়ি থেকে সবাই ছিটকে পড়েন ।ঘটনাস্থলেই মেয়ে দুটির মৃত্যু হয়। আহত হয়েছেন মামা। ঘটনায় পলাতক কন্টেনার চালককে খুঁজছে হাভেলি থানার পুলিশ।