নয়াদিল্লি, ২০ আগস্ট ( হি.স.) : মোদী সরকার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) ওপর চাপ দিচ্ছে বলে শনিবার অভিযোগ তুলল কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, অতীতে আরবিআই একটি প্রতিবেদনে জানিয়েছিল যে ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ দেশের ক্ষতি করবে। সরকারের চাপে আরবিআই এই রিপোর্ট প্রত্যাহার করে নিয়েছে।
শ্রীনেট বলেন, গত ১৮ আগট আরবিআই-র গবেষণা বিভাগ এই প্রতিবেদন পেশ করে দাবি করেছে, যদি সরকারি খাতের ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ চলতে থাকে, তবে এটি দেশের মারাত্মক ক্ষতি করতে পারে। রিপোর্ট প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে সরকারের চাপে রিজার্ভ ব্যাঙ্ক এই রিপোর্ট থেকে সরে আসে।
শ্রীনেট আরও বলেন, আগে ২৭টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক ছিল। কিন্তু এখন মাত্র ১২টি রয়েছে। এই সরকার প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি হাতে দিচ্ছে।

