কৈলাসহরে সিপিএমের মিছিল, এসডিএমকে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ ঊনকোটি জেলার কৈলাশহর মহকুমায়  সামাজিক ভাতা প্রাপকদের নিয়মিত ভাতা প্রদান সহ ১৭দফা দাবিতে সিপিআইএম কৈলাসহর মহকুমার কমিটির উদ্যোগে কৈলাসহরে এক বিক্ষোভ মিছিল ও মহকুমার শাসকের নিকটে ডেপুটেশন প্রদান করা হয়৷ মিছিলটি প্রথমে কৈলাসহর সিপিআইএম  পার্টি অফিস থেকে বের হয়ে কৈলাসহর বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে এসে পরবর্তী সময়ে মহকুমার শাসকের অফিসে এসে মিলিত হয়৷ এই মিছিল ও ডেপুটেশনে উপস্থিত ছিলেন কৈলাসহর  বিধানসভার  বিধায়ক মমস্বর আলী, ডি ওয়াই এফ আই কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশু দাস, সিপিআইএম নেতা বিশ্বরূপ গোস্বামীর সহ অন্যান্য নেতৃবৃন্দ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *