নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ বেহাল সড়ক সংস্কারের দাবিতে শনিবার গন্ডাছড়া আমবাসা সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা৷ অবরোধে শামিল হন যান চালকরাও৷ ঘটনা গন্ডাছড়া মহকুমার অন্তর্গত গন্ডাছড়া আমবাসা সড়কে শনিবার সকালে৷ গন্ডাছড়া আমবাসা সড়কের বেশ কিছু অংশ মরন ফাঁদে পরিনত হয়ে আছে৷ দীর্ঘ দিন যাবত সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দা এবং যানবাহনের চালকরা৷ কিন্তু কেউ কর্ণপাত করছে না৷ বেহাল রাস্তাঘাট এর কারণে এলাকার জনগণকে চলাফেরা করতে জটিল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ সুকল পড়ুয়া ছাত্রছাত্রীরা বেহাল রাস্তাঘাটের জন্য সময় মত সুকলে পৌঁছতে পারছে না৷ শিক্ষক কর্মচারী সহ স্বাস্থ্যকর্মীরাও বেহার রাস্তাঘাটের কারণে কর্মস্থলে পৌঁছতে সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ যানবাহন চালানো রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে৷ প্রায়ই এই রাস্তাঘাটে যান দুর্ঘটনা ঘটে চলেছে৷ প্রাণহানি এবং জখম হওয়ার ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে৷ এক বছরেরও বেশি সময় ধরে রাস্তাঘাট সংস্কার করা হচ্ছে না বলে এলাকাবাসী এবং যানবাহনের চালকদের অভিযোগ৷ এসব বিষয় নিয়ে প্রশাসনের কর্মকর্তা এবং নেতা বিধায়কসহ স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার অবহিত করা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ৷ সে কারণে বাধ্য হয়েই শনিবার সকাল থেকে তারা পথ অবরোধ আন্দোলনে শামিল হয়৷ অবরোধের ফলে আমবাসা গন্ডাছড়া সড়কে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ অবরোধ স্থলের দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে৷ তাতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে আসেন৷ অবরোধকারী স্থানীয় জনগণ এবং যানবাহনের চালকদের সঙ্গে তারা আলোচনায় মিলিত হন৷ দ্রুত রাস্তা সংস্কারের কাজ হাতে নেওয়া হবে বলে প্রশাসনের তরফ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়৷ সেই প্রতিশ্রুতির ভিত্তিতে তারা আপাতত পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন৷ তবে আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত রাস্তা সংস্কারের কাজ হাতে নেওয়া না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন৷
2022-08-20