কলকাতা, ১৯ আগস্ট ( হি.স.) : ফের পরিকাঠামোগত কাজ করার জন্য অসুবিধায় পড়তে হবে রেলের নিত্য যাত্রীদের ৷ আগামী দুই সপ্তাহ নিয়ন্ত্রিত থাকতে চলেছে হাওড়া-বর্ধমান শাখায় ট্রেন চলাচল। তৃতীয় লাইন নির্মাণ সংক্রান্ত কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকতে চলেছে। সে কারণে আগামী দুই সপ্তাহ হাওড়া-বর্ধমান শাখায় বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। কাজ চলবে হাওড়া ডিভিশনের রসুলপুর-শক্তিগড় শাখায়। ফলে আগামীকাল শনিবার থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি রাতে দেড় ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে।
এর জন্য হাওড়া-বর্ধমান-হাওড়া মেন এবং কর্ড লাইনের কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, এই শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনের কথা মাথায় রেখে দ্রুত এই কাজ সেরে ফেলা হচ্ছে।
হাওড়া থেকে বাতিল লোকাল ট্রেনের তালিকা অনুযায়ী –
১) ৩৬৮৫৫ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া কর্ড লাইন): আজ শুক্রবার, ১৯ আগস্ট থেকে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে। তবে ২২ আগস্ট, ২৬ আগস্ট এবং ৩০ আগস্ট ৩৬৮৫৫ হাওড়া- বর্ধমান লোকাল (ভায়া কর্ড লাইন) ট্রেন চলবে।
২) ৩৭৮১১ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া মেন লাইন): শনিবার ২০ আগস্ট থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেন বাতিল থাকবে। তবে ২৩ আগস্ট, ২৭ আগস্ট এবং ৩১ আগস্ট ৩৭৮১১ হাওড়া-বর্ধমান লোকাল (ভায়া মেন লাইন)ট্রেন চলবে।