নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট৷৷ আগরতলা রাধানগর হয়ে গান্ধীগ্রাম বামুটিয়া এবং তালতলায় পরিষেবা দিচ্ছে বেশ কিছু গাড়ি চালক৷ কিন্তু অন্যদিকে বামুটিয়া নরসিংগড় ভায়া শাল বাগানের গাড়িগুলি অবৈধভাবে রাধানগরের গাড়িগুলির রাস্তায় প্রবেশ করে যাত্রী উঠিয়ে নিচ্ছে৷ ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন আগরতলা রাধানগর স্ট্যান্ডের বাস জীপ ও ছোট গাড়ি চালকরা৷ এর আগেও বেশ কয়েকবার বিক্ষোভ প্রদর্শন করেছেন চালকরা৷ শুক্রবার ফের একবার বিক্ষোভ প্রদর্শন করেন রাধানগর স্ট্যান্ডের চালকরা৷ অবিলম্বে রাজ্য সরকার ও পরিবহন দপ্তর বিষয়টিতে হস্তক্ষেপ করুক দাবি চালকদের৷ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা৷
2022-08-19